Gmail! | Yahoo! | Facbook

পুলিশি বাধায় বিএনপির ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের আলোচনা সভা বাতিল

FacebookTwitterGoogle+Share

bnp flagঢাকা, ৮ নভেম্বর ২০১৮ঃ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির পূর্বঘোষিত আলোচনা সভায় বাধা দিয়েছে পুলিশ। যার কারণে আলোচনা সভাটি বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ২টা থেকে এই আলোচনা সভা রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ শীর্ষনিউজকে বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আমাদের পূর্বঘোষিত আলোচনা সভা হওয়ার কথা থাকলে পুলিশ মাইক নিয়ে গেছে। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট এলাকা ঘিরে রেখেছে, কাউকে সভাস্থলে প্রবেশ করতে দেয়া হচ্ছে না।

তিনি বলেন, এসময় আমাদের কেন্দ্রীয় নেতা জি এস বাবুলসহ অন্তত ৩০ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। এখানে সভা করতে না দেয়ায় কোথাও সভা করতে পারছি না, যার কারণে আলোচনা সভাটি বাতিল করা হয়েছে।

মন্তব্য