Gmail! | Yahoo! | Facbook

বার্মায় মুসলিম নিধনের প্রতিবাদে সিলেটে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল

FacebookTwitterGoogle+Share

km syl city michilসিলেট, ১ সেপ্টেম্বর ২০১৭ঃ বার্মায় মুসলিম নিধনের প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল-আজ শুক্রবার বাদ জুমআ ঐতিহাসিক সিলেট কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে নগরীর ঐতিহ্যবাহী আম্বরখানা পয়েন্টে গিয়ে শেষ হয়।

খেলাফত মজলিস সিলেট মহানগরী সভাপতি আবদুল হান্নান তাপাদার, সাধারণ সম্পাদক কে এম আব্দুল্লাহ আল মামুন, যুক্তরাজ্য শাখা সহ-সাধারণ সম্পাদক এনামুল হাসান সাবির, মাওলানা তাজুল ইসলাম হাসান, মাওলানা জাবেদুল ইসলাম, ছাত্র মজলিস নেতা মুহাম্মদ শাহিন প্রমুখ নেতৃবৃন্দসহ শতশত জনতা মিছিলে শরীক হন।

 

মন্তব্য