Gmail! | Yahoo! | Facbook

ঈদ মুবারক

FacebookTwitterGoogle+Share

EIDঢাকা, ১৮ জুলাই ২০১৫ঃ আজ ঈদ। ঈদ মানে আনন্দ। নির্মল আনন্দ। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর সারা বিশ্বের মুসলমানরা উদযাপন করছে ঈদ- ঊল- ফিতর। সহানুভূতি, সহমর্মিতা, পাপ- পঙ্কিলতা থেকে দূরে থেকে হেরার আলোয় উদ্ভাসিত হোক সবার জীবন। একই সাথে সারা দুনিয়ার মজলুম মানবতার মুক্তির প্রত্যাশায় আপডেট২৪ডটনেট’র পক্ষ থেকে সবাইকে ঈদ মুবারক।।

সবার হৃদয়ে বাজুক-

ও মন রমজানের ঐ রোজার শেষে এল খুশির ঈদ।
তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাকিদ॥
তোর সোনাদানা বালাখানা সব রাহে লিল্লাহ
দে জাকাত, মুর্দ্দা মুসলিমের আজ ভাঙাইতে নিঁদ।
তুই পড়বি ঈদের নামাজ রে মন সেই সে ঈদগাহে
যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ॥
আজ ভু’লে গিয়ে দোস্ত-দুশমন হাত মিলাও হাতে,
তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরিদ॥
যারা জীবন ভ’রে রাখছে রোজা নিত-উপবাসী
সই গরিব এতিম মিসকিনে দে যা কিছু মফিদ।
ঢাল হৃদয়ের তোর তশতরীতে শিরণী তৌহীদের,
তোর দাওত কবুল করবেন হজরত, হয় মনে উমীদ॥
তোরে মারল ছুড়ে জীবনজুড়ে ইটপাথর যারা
সেই পাথর দিয়ে তোল রে গড়ে প্রেমেরি মসজিদ॥

(জুলফিকার- জাতীয় কবি কাজী নজরুল ইসলাম)

মন্তব্য