Gmail! | Yahoo! | Facbook

সুনামগঞ্জে সুরমা নদীতে নৌকাডুবিঃ তিন বালু শ্রমিকের মৃত্যু

FacebookTwitterGoogle+Share
ফাইল ফটো

ফাইল ফটো

সুনামগঞ্জ, ৭ জুলাইঃ সুনামগঞ্জের সুরমা নদীর মল্লিকপুর এলাকায় সোমবার ভোরে নৌকাডুবিতে দুই বালু শ্রমিকের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন-সুনামগঞ্জ সদর উপজেলার শ্রীপুর গ্রামের আব্দুস সালামের পুত্র সায়েমুল(২৫),একই গ্রামের মুল্লুক মিয়ার পুত্র জমির আলী(২৬) ও আব্দুল কাইয়ুমের ছেলে ফয়েজ উদ্দিন(৩০)।

সুনামগঞ্জ সদর থানার ওসি জানে আলম খান তিনজনের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হেমায়েতুল ইসলাম জানান, বৃষ্টি এবং প্রবল ঢেউয়ের কারণে মর্মান্তিক এ ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্র জানায়, ৬ বালু শ্রমিক রাতে বালু উত্তোলন করে বালুভর্তি ট্রলার নৌকা নিয়ে ভোরে মল্লিকপুর সুরমা ব্রীজ এলাকায় নোঙর করে বিশ্রাম নিতে থাকে। সকালে হঠাৎ বৃষ্টি হলে পানি ও প্রবল ঢেউয়ে নৌকাটি ডুবে যায়। এ সময় তিন শ্রমিক তীরে উঠতে সক্ষম হলেও বাকি তিনজন পানিতে ডুবে মারা যায়।

খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে তাদের লাশ উদ্ধার করে। সকাল ১১টায় ওসি জানে আলম নিখোঁজ তিন জনের লাশ উদ্ধার করা হয়েছে বলে জানান।

মন্তব্য