১৯ আগস্ট ২০২০: জোরা ভূমিকম্পে কেঁপে উঠলো ইন্দোনেশিয়া। বুধবার খুব ভোরে ( স্থানীয় সময় ৫:২৩ মিনিট) সুমাত্রা দ্বীপের কাছে এ ভূমিকম্পের ঘটনা ঘটে। তবে কোন সুনামির সতর্কতা জারি করা হয়নি।
জোর ভূমিকম্পের ফলে আতংকিত স্থানীয় অধিবাসিরা তাদের বাড়ী থেকে বেড়িয়ে আসেন।
প্রথম ভূমিকম্পের ৬ মিনিট পর দ্বিতীয় আঘাত আসে। ভূমিকম্প দু’টির মাত্রা ছিলো যথাক্রমে ৬.৮ ও ৬.৯। ভূমিকম্প দু’টির উৎসের গভীরতা ছিলো যথাক্রমে ২২ কিলো মিটার এবং ২৬ কিলো মিটিার। নিউ স্ট্রেইট টাইমস