Gmail! | Yahoo! | Facbook

সারাদেশে ঝড়-বজ্রপাতে নিহত ৭

FacebookTwitterGoogle+Share

damageঢাকা, ১ এপ্রিল ২০১৯ঃ হঠাৎ ঝড় ও বজ্রপাতে রাজধানী সহ পাঁচ জেলায় নিহত হয়েছেন সাতজন। এর মধ্যে ঢাকায় দুজন, মৌলভীবাজারে দুজন, কিশোরগঞ্জে একজন,নেত্রকোনায় একজন ও সুনামগঞ্জে একজন মারা গেছেন।

এছাড়া শিলাবৃষ্টিতে ব্যাপক ফসলহানির পাশাপাশি ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন জেলায় ঝড়ের সঙ্গে শিলাসহ বৃষ্টিপাত হয়। রাজধানীতে ক্ষণিকের ঝড়েই ইট পড়ে ও গাছ ভেঙে মারা গেছে দুজন। সন্ধ্যায় শুরু হওয়া কয়েক মিনিটের ঝড়ে রাজধানীর বিভিন্ন জায়গায় উপড়ে পড়েছে গাছ ও বিদ্যুতের খুঁটি।

ডিএমপি’র শেরেবাংলা নগর থানার ওসি জানে আলম জানান, সংসদ ভবনের পেছনে চন্দ্রিমা উদ্যানের সড়কে গাছ ভেঙে পড়ে এক নারী মারা গেছেন। নিহত ওই নারীর নাম মিলি ডি কস্তা (৬০)। মনিপুরী পাড়ায় থাকতেন তিনি।

অন্যদিকে ঝড়ের সময় রাজধানীর পল্টনে একটি ভবন থেকে বেশ কয়েকটি ইট পড়ে চা দোকানদার হানিফ মিয়া (৩৫) গুরুতর আহত হন।

মন্তব্য